রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়
দাড়িয়াপাড়া, সিলেট সিটিকরপোরেশন, সিলেট।
EIIN: 130403
MPO Index:
প্রতিষ্টাকাল: ১৯৩০ খ্রীঃ
প্রতিষ্টাতা সভাপতি:
প্রতিষ্টাকালীন প্রধান শিক্ষক:
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সিলেট জেলা শহরের প্রাণক্রেন্দ্রে অবস্থিত একটি পুরোনো এবং ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। শহরের দাড়িয়াপাড়া এলাকায় বিদ্যালয়টি ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয়।
উনিশ শতকে ব্রিটিশবিরোধী "ভারত ছাড়" আন্দোলনের সময় তদানিন্তন জনশিক্ষা পরিচালক ক্যানিংহাম বিজ্ঞপ্তি জারি করেন যে, সরকারী মাধ্যমিক স্কুলে পড়তে হলে অভিভাবকদের জামিন দিতে হবে যে, তাদের সন্তানরা ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশ নিবে না। তখন সিলেটের দুর্গাকুমার পাঠশালায় কিছু সমাজসেবী আইনজীবীদের সহায়তায় পিপলস একাডেমী নামে একটি প্রাতঃকালীন বিদ্যালয় চালু করা হয়। বিদ্যালয়টি যে জায়গায় স্থানান্তরিত করা হয় সে ভিটা ছিল আইনজীবী প্যারিমোহন দাসের। প্যারীমোহন দাসের উক্ত ভিটা সিলেট টাউন ব্যাংক কর্তৃক বন্ধক থাকায় তার মৃত্যুর পর তা নিলামে তুলা হয়। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে জগন্নাথপুর উপজেলার বিশিষ্ট জমিদার ব্রজেন্দ্র নারায়ন চৌধুরী উক্ত জায়গা ক্রয় করে তার পিতার(রসময় চৌধুরী) নামে উৎসর্গ করেন এবং নামকরন করেন "রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়"।
ক্যাম্পাস:
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় নিজস্ব ০.৮৬৩৪ একর জমির উপর প্রতিষ্ঠিত। ভবন সংখ্যা ৪টি, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, ছাত্রী মিলনায়তন, শিক্ষক মিলনায়তন, বিএনসিসি কক্ষ ছাড়াও শ্রেনিকক্ষ রয়েছে মোট ২২টি। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনি পর্যন্ত তিনটি করে শাখা চালু আছে। বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখায় শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রয়েছে। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা ২২জন।
পোশাক:
স্কুল ব্যাজসহ সাদা শার্ট এবং কালো প্যান্ট, সাদা রঙের পিটি সু(কেডস) এবং শীতে নেভি ব্লু সোয়েটার।
খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম:
রসময় স্কুলে প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ে বাংলা নববর্ষ এর অনুষ্ঠান প্রতিবছর বেশ জাকজমকভাবে উদযাপিত হয়। এছাড়াও বিভিন্ন বিশেষ দিবসে বিদ্যালয় র্যালি সহ বিভিন্ন আয়োজন করে থাকে।
এ পর্যন্ত হাজার হাজার ছাত্র/ছাত্রী কৃতিত্বের সাথে এস.এস.সি. ও এইচ.এস.সি পাশ করে দেশের সরকারি / বেসরকারি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে দেশ ও এলাকার কল্যাণে কাজ করে যাচ্ছে। বর্তমানে অনেক ছাত্র/ছাত্রী দেশের স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত। অনেকে রাজনৈতিক ও সামাজিক ভাবে প্রতিষ্ঠিত।
কৃতি শিক্ষার্থী:
ভবানী প্রসাদ সিংহ - বিচারপতি; বাংলাদেশ সুপ্রিমকোর্ট ।
ফারুক রশিদ চৌধুরী - প্রাক্তন সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী; অর্থ মন্ত্রণালয়।
বীরেন্দ্র কুমার রায় - বীর মুক্তিযুদ্ধা
আব্দুল কাইয়ুম জালালী পংকী - সাবেক প্যানেল মেয়র
এম ই এম ইকবালুর রহমান মোহন - আইনজীবী ও আয়কর উপদেষ্টা
দেওয়ান ফরিদ গাজী - রাজনীতিবিদ
প্রবাল চৌধুরী পূজন - সহকারী পাবলিক প্রসিকিউটর সিলেট জজ কোর্ট
অমরেন্দু দে অমর - কন্ঠশিল্পী
এনামুল হক বিজয় - বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার
ডা মো আব্দুলাহ - চিকিৎসক
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়,
দাড়িয়াপাড়া, সিলেট।
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
মোবাঃ ০১৩০৯১৩০৪০৩
ই-মেইল: rhms130403syl@gmail.com
ওয়েব: www.rmhs.edu.bd